স্বপ্ন দেখেছিনু প্রেমাগ্নিজ্বালার

স্বপ্ন দেখেছিনু প্রেমাগ্নিজ্বালার

সুন্দর চুলের, সুগন্ধি মালার,

তিক্ত বচনের, মিষ্ট অধরের,

বিমুগ্ধ গানের, বিষণ্ন স্বরের।

সে-সব মিলায়ে গেছে বহুদিন,

সে স্বপ্নপ্রতিমা কোথায় বিলীন।

শুধু সে অনন্ত জ্বলন্ত হুতাশ

ছন্দে বন্ধ হয়ে করিতেছে বাস।


তুমিও গো যাও, হে অনাথ গান,

সে স্বপ্নছবিরে করগে সন্ধান।

দিলাম পাঠায়ে, করিতে মেলানী,

ছায়া-প্রতিমারে বায়ুময়ী বাণী।

 

Heinrich Heine