প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
চপলারে আমি অনেক ভাবিয়া
দূরেতে রাখিয়া এলেম তারে,
রূপ-ফাঁদ হতে পালাইতে তার,
প্রণয়ে ডুবাতে মদিরা-ধারে।
এত দূরে এসে বুঝিনু এখন
এখনো ঘুচে নি প্রণয়-ঘোর,
মাথায় যদিও চড়েছে মদিরা
প্রণয় রয়েছে হৃদয়ে মোর।
যুবতীর শেষে লইনু শরণ
মাগিনু সহায় তার,
অনেক ভাবি সে কহিল তখন
‘ চপলা নারীর সার। '
আমি কহিলাম ‘ সে কথা তোমার
কহিতে হবে না মোরে —
দোষ যদি কিছু বলিবারে পারো
শুনি প্রণিধান করে। '
যুবতী কহিল ‘ তাও কভু হয়?
যদি বলি দোষ আছে —
নামের আমার কুযশ হইবে
কহিনু তোমার কাছে। '
এখন তো আর নাই কোনো আশা
হইয়াছি অসহায় —
চপলা আমার মরমে মরমে
বাণ বিঁধিতেছে, হায়!
দলে মিশি তার ইন্দ্রিয় আমার
বিরোধী হয়েছে মোর,
যুবতী আমার — বলিছে আমারে
রূপের অধীন ঘোর!
Lord Cantalupe