প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
|
![]() |
[ লাখ ] যোজনে চাঁদ
তবুও কুমুদিনী আনন্দ করে।
দূরে গেলে দ্বিগুণ পিরীতি ........
কথিত কথা নির্বাহ করে। ৪৬
১৩
কোন বন বসথি মহেস।
কেও নহিঁ কহথি উদেস
তপোবন বসথি মহেস।
ভৈরব করথি কলেস॥
কান কুণ্ডল হাথ গোল ৩।
তাহি বন পিআ মিঠি বোল॥
জাহি বন সিকিও ন ডোল।
তাহি বন পিয়া হসি বোল॥
একহিঁ বচন বিচ ভেল।
পহু উঠি পরদেস গেল॥ ৪৭
কোন্ বনে মহেশ বসে
কেহ উদ্দেশ কহে না।
তপোবনে বসে মহেশ,
ভৈরব করিছে ক্লেশ —
কানে কুণ্ডল, হাতে গোলা,
তাহে বনে, পিয়ার মিঠি বোল।
যে বনে তৃণ না দোলে
সে বনে পিয়া হেসে বোলে।
একটি কথা মাঝে হইল —
প্রভু উঠি পরদেশ গেল। ৪৭
১৪
নায়িকা কৃত স্বদুখ বর্ণণ