প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
|
![]() |
নিজক্ষতি বিনা পরহিত হয় না। ৪৫
১২
নায়িকাক প্রতি সখিক প্রবোধন
ধন জৌবন রস রঙ্গে।
দিন দশ দেখিঅ তুলিত তরঙ্গে॥
সুঘটিত বিহ বিঘটাবে।
বাঁক বিধাতা কী ন করাবে॥
ঈও ভল নহিঁ রীতী।
হঠেঁ ন করিঅ দুরি পুরুব পিরীতী॥
সচ ৩ কিত হেরয় আসা।
সুমরি সমাগম সুপহুক পাসা॥
নয়ন তেজয় জল ধারা।
ন চেতয় চীর ন পহিরয় হারা॥
লখ জোজন বস চন্দা।
তৈঅও কুমুদিনি করয় অনন্দা॥
জকরা জাসঁ রীতি।
দুরহুক দুর গেলেঁ দো গুন পিরীতী॥
বিদ্যাপতি কবি গাহে।
বোলল বোল সুপহু নিরবাহে॥ ৪৬
[ ধ ] ন যৌবন রসরঙ্গে
দিন দশ তরঙ্গ তোলে।
[ বিধি ] সুঘটিতকে বিঘটায় —
বাঁকা বিধাতা কী না করায়!
[ ইহা ভ ] ালো রীতি নয় —
জোর করে পূর্ব পিরীত দূর কোরো না।
[ সচ ] কিতে আশাপথ দেখো
সুপ্রভুর সমাগম স্মরণ করিয়া।
[ নয়নে ] জল, কাপড় পরাও নেই —
হার পরাও!