প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
প্রায় কাজে নাহি লাগে মস্ত ডাগর —
কূপ তৃষা দূর করে, করে না সাগর।
৯
উদয়তি যদি ভানুঃ পশ্চিমে দিগ্বিভাগে
বিকসতি যদি পদ্মঃ পর্বতানাং শিখাগ্রে।
প্রচলতি যদি মেরুঃ শীততাং যাতি বহ্নির্ -
ন চলতি খলু বাক্যং সজ্জনানাং কদাচিৎ॥
— কবিভট্ট : পদ্যসংগ্রহ, ৭
উঠে যদি ভানু পশ্চিম দিকে,
পদ্ম বিকাশে গিরিশিরে,
মেরু যদি নড়ে, জুড়ায় বহ্নি —
সাধুর বচন নাহি ফিরে।
১০
সদ্ভিস্তু লীলয়া প্রোক্তং
শিলালিখিতমক্ষরম্।
অসদ্ভিঃ শপথেনাপি
জলে লিখিতমক্ষরম্॥
— সুভাষিতরত্নভাণ্ডাগার
সতের বচন লীলায় কথিত
শিলায় - খোদিত যেন সে।
অসতের কথা শপথজড়িত
জলের লিখন জেনো সে।