রূপান্তর

উদ্যোগী পুরুষসিংহ, তারি ' পরে জানি

             কমলা সদয়।

দৈবে করিবেন দান এ অলসবাণী

             কাপুরুষে কয়।

দৈবেরে হানিয়া করো পৌরুষ আশ্রয়

             আপন শক্তিতে।

যত্ন করি সিদ্ধি যদি তবু নাহি হয়

             দোষ নাহি ইথে।

 

             পা ঠা ন্ত র 

 

সেই তো পুরুষসিংহ উদ্যোগী যে জন,

             তারি লক্ষ্মীলাভ।

দৈবপানে চেয়ে থাকে কাপুরুষগণ

             দুর্বলস্বভাব।

দৈবেরে পরাস্ত করো আত্মশক্তিবলে,

             পৌরুষ তাহাই।

যত্ন করি সিদ্ধি যদি তবুও না ফলে

              তাহে দোষ নাই।

 

             পা ঠা ন্ত র

 

লক্ষ্মী সে পুরুষসিংহে করেন ভজন

             উদ্যোগী যে জন।

দৈবে করে ফল দান হেন কথা বলে

             কাপুরুষ - দলে।

পৌরুষ সাধন করো দৈবেরে বধিয়া

             আত্মশক্তি দিয়া।

বহুযত্নে ফল যদি নাহি মিলে হাতে

              দোষ কী তাহাতে!