রূপান্তর

অপ্রমাদে ইন্দ্রদেব হয়েছেন দেবতার সেরা —

অপ্রমাদে তুষে সবে, প্রমাদে দূষেন পণ্ডিতেরা॥ ১০

 

প্রমাদে যে ভয় পায়    ভিক্ষু অপ্রমাদে রত

পুড়িয়ে সে চলে যায়    স্থূল সূক্ষ্ম বন্ধ যত ॥ ১১

 

অপ্রমাদে রত ভিক্ষু    প্রমাদে যে ভয় পায়

ভ্রষ্ট নাহি হয় কভু —    নির্বাণের কাছে যায় ॥ ১২


চিত্তবগ্‌গো

ফন্দনং চপলং চিত্তং    দূরক্‌খং দুন্নিবারয়ং।

উজুং করোতি মেধাবী    উসুকারো ব তেজনং॥ ১

 

বারিজো ব থলে খিত্তো    ওকমোকত উব্‌ভতো।

পরিফন্দতিদং চিত্তং    মারধেয্যং পহাতবে॥ ২

 

দুন্নিগ্‌গহস্‌স লহুনো    যত্থ কামনিপাতিনো।

চিত্তস্‌স দমথো সাধু    চিত্তং দন্তং সুখাবহং ॥ ৩

 

সুদুদ্দসং সুনিপুণং     যত্থ কামনিপাতিনং।

চিত্তং রক্‌খেয্য মেধাবী    চিত্তং গুত্তং সুখাবহং॥ ৪

 

দূরঙ্গমং একচরং    অসরীরং গুহাসয়ং।

যে চিত্তং সঞ্‌ঞমেস্‌সন্তি     মোক্‌খন্তি মারবন্ধনা॥ ৫

 

অনবট্‌ঠিতচিত্তস্‌স    সদ্ধম্মং অবিজানতো।

পরিপ্লবপসাদস্‌স    পঞ্‌ঞা ন পরিপূরতি॥ ৬

 

অনবস্‌সুতচিত্তস্‌স    অনন্বাহতচেতসো।

পুঞ্‌ঞপাপপহীনস্‌স    নত্থি জাগরতো ভয়ং॥ ৭