সন্ধ্যাসংগীত

ঢেকে শুধু দিস দুনয়ান,

ভুলে যাই সকল যাতনা

জুড়াইয়া আসে মোর প্রাণ!

তাই তোরে ডাকি একবার

সঙ্গীহারা হৃদয় আমার,

তোর বুকে লুকাইয়া মাথা

তোর কোলে ঘুমাইতে চায়,

সন্ধ্যা তুই ধীরে ধীরে আয়।

আঁধার আঁচল দিয়ে তোর

আমার দুখেরে ঢেকে রাখ,

বল তারে ঘুমাইতে বল

কপালেতে হাতখানি রাখ,

জগতেরে ক’রে দে আড়াল,

কোলাহল করিয়া দে দূর —

দুখেরে কোলেতে করে নিয়ে

র’চে দে নিভৃত অন্তঃপুর।

তা হলে সে কাঁদিবে বসিয়া,

কল্পনার খেলেনা গড়িবে,

                             খেলিয়া আপন মনে                   কাঁদিয়া কাঁদিয়া, শেষে

আপনি সে ঘুমায়ে পড়িবে।

 

আয় সন্ধ্যা ধীরে ধীরে আয়,

হাতে লয়ে স্বপনের ডালা

গুন্‌ গুন্‌ মন্ত্র পড়ি পড়ি

গাঁথিয়া দে স্বপনের মালা,

জড়ায়ে দে আমার মাথায়,

স্নেহ-হস্ত বুলায়ে দে গায়!

                             স্রোতস্বিনী ঘুমঘোরে,                   গাবে কুলু কুলু করে

ঘুমেতে জড়িত আধো গান,

ঝিল্লিরা ধরিবে একতান,

                             দিনশ্রমে শ্রান্ত বায়ু                   গৃহমুখে যেতে যেতে

গান গাবে অতি মৃদু স্বরে,