কবিতা

      এই নদীতীরে আসি,

[কু]সুমের মালা গাঁথিয়া গাঁথিয়া

      গনিয়া তারকারাশি।

যমুনা সুমুখে যাইত বহিয়া

      সে যে কী সুখের গাইত গান,

ঘুম ঘুম আঁখি আসিত মুদিয়া

      বিভল হইয়া যাইত প্রাণ!

[কত] যে সুখের কল্পনা আহা

      আঁকিতাম মনে মনে

[সা] রাটি জীবন কাটাইব যেন

              ...    

 

 

তখন কি সখা জানিতাম মনে

      পৃথিবী কবির নহে

কল্পনা যা র যতই প্রবল

      ততই সে দুখ সহে!

 

এমন পৃথিবী, শোভার আকর

      পাখি হেথা করে গান

কাননে কাননে কুসুম ফুটিয়া

      পরিমল করে দান!

 

 

আকাশে হেথায় উঠে গো তারকা

      উঠে সুধাকর , রবি,

বরন বরন জলদ দেখিছে

      নদীজলে মুখছবি,

এমন পৃথিবী এও কারাগার

       কবির মনের কাছে!

যে দিকে নয়ন ফিরাইতে যায়

      সীমায় আটক আছে!