কবিতা

ফুলের দিনে সে যে চলে গেল,

       ফুল ফোটা সে দেখে গেল না।

ফুলে ফুলে ভরে গেল বন,

       একটি সে তো পরতে পেল না।

ফুল ফোটে, ফুল ঝরে যায় —

       ফুল নিয়ে আর সবাই পরে।

ফিরে এসে সে যদি দাঁড়ায়,

       একটিও রবে না তার তরে!

তার তরে মা কেবল আছে,

       আছে শুধু জননীর স্নেহ,

আছে শুধু মা ' র অশ্রুজল —

       কিছু নাই, নাই আর কেহ।

খেলত যারা তারা খেলতে গেছে,

       হাসত যারা তারা আজও হাসে,

তার তরে কেহ ব ' সে নেই,

       মা শুধু রয়েছে তারি আশে!

 

 

হায় বিধি, এ কি ব্যর্থ হবে!

       ব্যর্থ হবে মা ' র ভালোবাসা!

কত জনের কত আশা পুরে,

       ব্যর্থ হবে মার প্রাণের আশা!