কবিতা

হরষে নিঝর উঠিবে উছসি,

       উঠিবে উছসি মেনকারানী।

কোথা তবে তোরা পুরবাসী মেয়ে

যেথা যে আছিস আয় তোরা ধেয়ে

বনে বনে বনে ফিরিবি বালা,

তুলিবি কুসুম, গাঁথিবি মালা,

        পরাবি উমার বিনোদ গলে।

তারকা-খচিত গগন-মাঝে

শারদ চাঁদিমা যেমন সাজে

তেমনি শারদা অবনী শশী

       শোভিবে কেমন অবনীতলে!

ওই বুঝি উমা, ওই বুঝি আসে,

       দেখো চেয়ে গিরিরানী!

আলুলিত কেশ, এলোথেলো বেশ,

       হাসি-হাসি মুখখানি।

বালিকারা সব আসিল ছুটিয়া

       দাঁড়াল উমারে ঘিরি।

শিথিল চিকুরে অমল মালিকা

       পরাইয়া দিল ধীরি।

হাসিয়া হাসিয়া কহিল সবাই

       উমার চিবুক ধ ' রে,

‘ বলি গো স্বজনী, বিদেশে বিজনে

       আছিলি কেমন করে?

আমরা তো সখি সারাটি বরষ

       রহিয়াছি পথ চেয়ে —

কবে আসিবেক আমাদের সেই

মেনকারানীর মেয়ে!

এই নে, সজনী, ফুলের ভূষণ

এই নে, মৃণাল বালা,

হাসিমুখখানি কেমন সাজিবে

পরিলে কুসুম-মালা। '

কেহ বা কহিল, ‘ এবার স্বজনি,