কবিতা

তটিনীর মৃদুধ্বনি,                 নিঝরের ঝর ঝর

          ক্রমে মৃদুতর হয়ে কানে গিয়া পশিবে।

এতকাল যার বুকে,              কাটিয়া গিয়াছে দিন,

           দেখিতে সে ধরাতল শেষ বার চাহিব ।

সারাদিন কেঁদে কেঁদে —           ক্লান্ত শিশুটির মতো

          অনন্তের কোলে গিয়া ঘুমাইয়া পড়িব।

সে ঘুম ভাঙিবে যবে,               নূতন জীবন ল ' য়ে,

          নূতন প্রেমের রাজ্যে পুন আঁখি মেলিব।

যত কিছু পৃথিবীর                  দুখ, জ্বালা, কোলাহল,

          ডুবায়ে বিস্মৃতি-জলে মুছে সব ফেলিব।

ওই যে অসংখ্য তারা,            ব্যাপিয়া অনন্ত শূন্য

          নীরবে পৃথিবী-পানে রহিয়াছে চাহিয়া।

ওই জগতের মাঝে,                দাঁড়াইব এক দিন,

          হৃদয় বিস্ময়-গান উঠিবেক গাহিয়া।

রবি শশি গ্রহ তারা,                 ধূমকেতু শত শত

          আঁধার আকাশ ঘেরি নিঃশবদে ছুটিছে।

বিস্ময়ে শুনিব ধীরে,               মহাস্তব্ধ প্রকৃতির

          অভ্যন্তর হতে এক গীতধ্বনি উঠিছে।

গভীর আনন্দ-ভরে,                বিস্ফারিত হবে মন

          হৃদয়ের ক্ষুদ্র ভাব যাবে সব ছিঁড়িয়া।

তখন অনন্ত কাল,                  অনন্ত জগত-মাঝে

          ভুঞ্জিব অনন্ত প্রেম মনঃপ্রাণ ভরিয়া।