Christina Rossetti

দেখিনু যে এক আশার স্বপন

   শুধু তা স্বপন, স্বপনময় —

    স্বপন বই সে কিছুই নয়।

অবশ হৃদয় অবসাদময়

হারাইয়া সুখ শ্রান্ত অতিশয় —

    আজিকে উঠিনু জাগি

কেবল একটি স্বপন লাগি!

বীণাটি আমার নীরব হইয়া

      গেছে গীতগান ভুলি,

ছিঁড়িয়া টুটিয়া ফেলেছি তাহার

     একে একে তারগুলি।

নীরব হইয়া রয়েছে পড়িয়া

    সুদূর শ্মশান- ' পরে,

কেবল একটি স্বপন-তরে!

 

থাম্‌ থাম্‌ ওরে হৃদয় আমার,

    থাম্‌ থাম্‌ একেবারে,

নিতান্তই যদি টুটিয়া পড়িবি

   একেবারে ভেঙে যা রে —

   এই তোর কাছে মাগি।

আমার জগৎ, আমার হৃদয় —

    আগে যাহা ছিল এখন তা নয়

কেবল একটি স্বপন লাগি।