বীথিকা

সে ভাঙা যুগের 'পরে কবিতার অরণ্যলতায়

ফুটিছে ছন্দের ফুল, দোলে তার গানের কথায়।

সেদিন আজিকে ছবি হৃদয়ের অজন্তাগুহাতে

অন্ধকার ভিত্তিপটে ; ঐক্য তার বিশ্বশিল্প - সাথে।