Ernest Myers

আমায় রেখো না ধরে আর,

আর হেথা ফুল নাহি ফুটে।

হেমন্তের পড়িছে নীহার,

আমায় রেখো না ধরে আর।

যাই হেথা হতে যাই উঠে,

আমার স্বপন গেছে টুটে।

     কঠিন পাষাণপথে

যেতে হবে কোনোমতে

     পা দিয়েছি যবে।

একটি বসন্তরাতে

ছিলে তুমি মোর সাথে —

পোহালো তো, চলে যাও তবে।