হিন্দুমেলায় উপহার

হিমাদ্রি শিখরে শিলাসন - ' পরি,

গান ব্যাসঋষি বীণা হাতে করি —

কাঁপায়ে পর্বত শিখর কানন,

কাঁপায়ে নীহারশীতল বায়।


স্তব্ধ শিখর স্তব্ধ তরুলতা,

স্তব্ধ মহীরূহ নড়েনাকো পাতা।

বিহগ নিচয় নিস্তব্ধ অচল ;

নীরবে নির্ঝর বহিয়া যায়।


পূরণিমা রাত — চাঁদের কিরণ —

রজতধারায় শিখর, কানন,

সাগর-ঊরমি, হরিত-প্রান্তর,

প্লাবিত করিয়া গড়ায়ে যায়।


ঝংকারিয়া বীণা কবিবর গায়,

‘ কেন রে ভারত কেন তুই, হায়,

আবার হাসিস্‌! হাসিবার দিন

আছে কি এখনো এ ঘোর দুঃখে।


দেখিতাম যবে যমুনার তীরে,

পূর্ণিমা নিশীথে নিদাঘ সমীরে,