সূর্য ও ফুল

মহীয়সী মহিমার আগ্নেয় কুসুম

সূর্য, ধায় লভিবারে বিশ্রামের ঘুম।

ভাঙা এক ভিত্তি- ' পরে ফুল শুভ্রবাস,

চারি দিকে শুভ্রদল করিয়া বিকাশ

মাথা তুলে চেয়ে দেখে সুনীল বিমানে

অমর আলোকময় তপনের পানে,

ছোটো মাথা দুলাইয়া কহে ফুল গাছে —

“ লাবণ্য-কিরণ ছটা আমারো তো আছে। ”

 

                             — Victor Hugo