গীতালি

আর চাহি না আদর পেতে,

কঠিন ধুলায় বসে এবার

                 চরণসেবার অভিলাষী।

হৃদয় যদি জ্বলে, তারে

                   জ্বলিতে দাও, জ্বলিতে দাও।

ঘুরব না আর আপন ছায়ায়,

কাঁদব না আর আপন মায়ায়—

তোমার পানে রাখব ধরে

                   প্রাণের অচল হাসি।

 

                    ৭

 

যদি            আমায় তুমি বাঁচাও তবে

তোমার       নিখিল ভুবন ধন্য হবে।

যদি            আমার মলিন মনের কালি।

               ঘুচাও পুণ্য সলিল ঢালি

তোমার       চন্দ্র সূর্য নূতন আলোয়

               জাগবে জ্যোতির মহোৎসবে।

 

আজো       ফোটে নি মোর শোভার কুঁড়ি,

তারি         বিষাদ আছে জগৎ জুড়ি।

যদি          নিশার তিমির গিয়ে টুটে

             আমার হৃদয় জেগে উঠে

তবে         মুখর হবে সকল আকাশ

            আনন্দময় গানের রবে।

 

                    ৮

 

বলো,     আমার সনে তোমার কী শত্রুতা ।

          আমায় মারতে কেন এতই ছুতা।

                   একে একে রতনগুলি

                   হার থেকে মোর নিলে খুলি,