উৎসর্গ

যদি           দেখি ঘনঘোর মেঘোদয়

     দূর      দূর ঈশানের কোণে আকাশে,

যদি            বিদ্যুৎফণী জ্বালাময়

     তার         উদ্যত ফণা বিকাশে,

আমি         ফিরিব না করি মিছা ভয় —

     আমি        করিব নীরবে তরণ

সেই          মহাবরষার রাঙা জল

     ওগো        মরণ, হে মোর মরণ।