উৎসর্গ

পথের চিহ্ন দেখা নাহি যায়

      পান্থ, বিদেশী পান্থ।

      কোন্‌ প্রান্তরশেষে

      কোন্‌ বহুদূর দেশে

কোথা তোর রাত হবে যে প্রভাত

      হায় রে পথশ্রান্ত

      পান্থ, বিদেশী পান্থ।