উৎসর্গ

সে আলোটুকুও হারায়েছি আজি আমরা খাঁচার পাখি।

 

ওগো আমাদের এই ভয়াতুর বেদনা যেন

           তোমারে না দেয় ব্যথা।

পিঞ্জরদ্বারে বসিয়া তুমিও কেঁদো না যেন

           লয়ে বৃথা আকুলতা।

           হৃদয়বন্ধু, শুন গো বন্ধু মোর,

      তোমার চরণে নাহি তো লৌহডোর।

      সকল মেঘের ঊর্ধ্বে যাও গো উড়িয়া,

      সেথা ঢালো তান বিমল শূন্য জুড়িয়া —

‘ নেবে নি, নেবে নি প্রভাতের রবি ' কহো আমাদের ডাকি,

মুদিয়া নয়ান শুনি সেই গান আমরা খাঁচার পাখি।