উৎসর্গ

ওগো             সুদূর, বিপুল সুদূর,   তুমি যে

                     বাজাও ব্যাকুল বাঁশরি।

                 কক্ষে আমার রুদ্ধ দুয়ার

                     সে কথা যে যাই পাসরি।