প্রহাসিনী

      পড়িয়াছ কায়াপথে —

           মেদ-মাংস-মজ্জা-নিকেতন।

 

বিধি বড়ো অনুকূল,

      মাঝে মাঝে হয় ভুল,

           ভুল থাক্‌ জন্ম জন্ম বেঁচে —

তবু তো ক্ষণেকতরে

      ধুলিময় খেলাঘরে

           মাঝে মাঝে দেখা দাও কেঁচে।

  তুমি অদ্য কাশীবাসী,

      সম্প্রতি লয়েছ আসি

           বাবা ভোলানাথের শরণ ;

দিব্য নেশা জমে ওঠে,

      দু বেলা প্রসাদ জোটে,

            বিধিমতে ধূমোপকরণ।

জেগে উঠে মহানন্দ

      খুলে যায় ছন্দোবন্ধ,

           ছুটে যায় পেন্সিল উদ্দাম —

পরিপূর্ণ ভাবভরে

      লেফাফা ফাটিয়া পড়ে,

           বেড়ে যায় ইস্টাম্পের দাম।

আমার সে কর্ম নাস্তি,

      দারুণ দৈবের শাস্তি,

           শ্লেষ্মা-দেবী চেপেছেন বক্ষে —

সহজেই দম কম,

      তাহে লাগাইলে দম

           কিছুতে রবে না আর রক্ষে।

নাহি গান, নাহি বাঁশি,

      দিনরাত্রি শুধু কাশি,

           ছন্দ তাল কিছু নাহি তাহে ;

নবরস কবিত্বের

      চিত্তে জমা ছিল ঢের,