স্ফুলিঙ্গ
খেলা,
বিদায় নেবার সময় হলে
লাগত মনে ব্যথা,
‘এখন তবে যাই’ বলতে
বাধত মুখে কথা,
চোখের কোণে দেখেছিলেম
অশ্রুজলের ধারা—
করুণ রসের সেই পালাটা
আজকে হল সারা।
আজ বুঝেছি সেটা কালের
ভ্রান্তি,
এখন যেটা প্রকাশ পেল
সেটাই শান্তি শান্তি!
১২
আজি তোমাদের শুভপরিণয়-রাতে
সপ্তঋষির স্বর্গের আঙিনাতে
চিরমিলনের উজ্জ্বল শিখা
আশীর্বাদের মঙ্গল লিখা
তারায় তারায় লিখিল দোঁহার তরে।
অরুন্ধতীর স্নিগ্ধ দৃষ্টি
করি
দিল আজ পুণ্যবৃষ্টি
প্রণতিমন্ত্র যুগল ললাট-’পরে।
আজি নন্দন-মন্দারবনে
রজনীগন্ধা-গন্ধের সনে
পৌঁছিল বুঝি মর্ত্যের হাসিখানি।
শচীর প্রেমের মধুরাগিণীতে
ধরার প্রেমের সাহানার গীতে
মিলিয়া বাজিল আলোকবীণার বাণী।