প্রহাসিনী

উষ্ণীষ তব ; দুরুদুরু বুকে

ছন্দ কিছু কি জুটিয়াছে মুখে।

একটি প্রশ্ন শুধাব এবার —

অকপটে তারি জবাব দেবার

আগে একবার ভেবে দেখো মনে,

উত্তর পেলে রাখিব গোপনে —

স্নিগ্ধচ্ছায়া ছিলে যে অতীতে

তেয়াগিয়া তাহা তড়িৎগতিতে

নিতে চাও কভু তীব্রভাষণ

আধুনিকাদের কবির আসন?

মেঘদূত ছেড়ে বিদ্যুৎ-দূত

লিখিতে পাবে কি ভাষা মজবুত।