সানাই

কভু কি জানিতে পাবে অসম্মানে নত এই প্রাণ

    বহন করিছে নিত্য তোমারি আপন অসম্মান।

          আমারে যা পারিলে না দিতে

সে-কার্পণ্য তোমারেই চিরদিন রহিল বঞ্চিতে।