অতুলপ্রসাদ সেন

            বন্ধু, তুমি বন্ধুতার অজস্র অমৃতে

           পূর্ণপাত্র এনেছিলে মর্ত ধরণীতে।

                 ছিল তব অবিরত

                 হৃদয়ের সদাব্রত,

                       বঞ্চিত কর নি কভু কারে

                       তোমার উদার মুক্ত দ্বারে।

 

           মৈত্রী তব সমুচ্ছল ছিল গানে গানে

           অমরাবতীর সেই সুধাঝরা দানে।

                  সুরে-ভরা সঙ্গ তব

                 বারে বারে নব নব

                       মাধুরীর আতিথ্য বিলালো,

                       রসতৈলে জ্বেলেছিল আলো।

 

           দিন পরে গেছে দিন, মাস পরে মাস,

           তোমা হতে দূরে ছিল আমার আবাস।

                 ‘ হবে হবে, দেখা হবে ' —

                 এ কথা নীরব রবে

                       ধ্বনিত হয়েছে ক্ষণে ক্ষণে

                       অকথিত তব আমন্ত্রণে।

           আমারো যাবার কাল এল শেষে আজি,

           ‘ হবে হবে, দেখা হবে ' মনে ওঠে বাজি।

                 সেখানেও হাসিমুখে

                  বাহু মেলি লবে বুকে

                       নবজ্যোতিদীপ্ত অনুরাগে,

                       সেই ছবি মনে-মনে জাগে।

           এখানে গোপন চোর ধরার ধুলায়

           করে সে বিষম চুরি যখন ভুলায়।

                 যদি ব্যথাহীন কাল

                  বিনাশের ফেলে জাল,