ছবি ও গান

মনে মনে ভাবি তাই এও কি নহে রে ভাই,

চৌদিকে যা-কিছু দেখি জাগিয়া সকালবেলা,

এও কি নহে রে শুধু চেতনার ছেলেখেলা!

 

স্বপ্ন, তুমি এসো কাছে, মোর মুখপানে চাও,

তোমার পাখার'পরে মোরে তুলে লয়ে যাও।

হৃদয়ের দ্বারে দ্বারে ভ্রমি মোরা সারা নিশি

প্রাণে প্রাণে খেলাইয়া প্রভাতে যাইব মিশি।

ওই যে মায়ের কোলে মেয়েটি ঘুমায়ে আছে,

একবার নিয়ে যাও ওদের প্রাণের কাছে।

দেখিব কোমল প্রাণে সুখের প্রভাতহাসি

সুধায় ভরিয়া প্রাণ কেমনে বেড়ায় ভাসি।

ওই যে প্রেমিক দুটি কুসুমকাননে শুয়ে,

ঘুমাইছে মুখে মুখে চরণে চরণ থুয়ে,

ওদের প্রাণের ছায়ে বসিতে গিয়েছে সাধ —

মায়া করি ঘটাইব বিরহের পরমাদ।

ঘুমন্ত আঁখির কোণে দেখা দিবে আঁখিজল,

বিরহবিলাপগানে ছাইবে মরমতল।

সহসা উঠিবে জাগি, চমকি শিহরি কাঁপি

দ্বিগুণ আদরে পুন বুকেতে ধরিবে চাপি।

ছোটো দুটি শিশু ভাই ঘুমাইছে গলাগলি,

তাদের হৃদয়-মাঝে আমরা যাইব চলি।

কুসুমকোমলহিয়া কভু বা দুলিবে ভয়ে,

র বির কিরণে কভু হাসিবে আকুল হয়ে।

 

আমি যদি হইতাম স্বপনবাসনাময়

কত বেশ ধরিতাম, কত দেশ ভ্রমিতাম,

বেড়াতেম সাঁতারিয়া ঘুমের সাগরময়।

নীরব চন্দ্রমা-তারা, নীরব আকাশ-ধরা-

আমি শুধু চুপি চুপি ভ্রমিতাম বিশ্বময়।

প্রাণে প্রাণে রচিতাম কত আশা কত ভয় —

এমন করুণ কথা প্রাণে আসিতাম কয়ে,