মানসী
স্বদেশের কাছে দাঁড়ায়ে প্রভাতে
     কহিলাম জোড়করে,
‘এই লহ, মাতঃ, এ চিরজীবন
     সঁপিনু তোমারি তরে।’

 

বন্ধু, এ দীন হয়েছে বাহির
     তোমাদেরই কথা শুনে।
সেইদিন হতে কন্টকপথে
     চলিয়াছি দিন গুনে।
পদে পদে জাগে নিন্দা ও ঘৃণা
     ক্ষুদ্র অত্যাচার,
একে একে সবে পর হয়ে যায়
     ছিল যারা আপনার।
ধ্রুবতারা-পানে রাখিয়া নয়ন
     চলিয়াছি পথ ধরি,
সত্য বলিয়া জানিয়াছি যাহা
     তাহাই পালন করি।

 

কোথা গেল সেই প্রভাতের গান,
     কোথা গেল সেই আশা!
আজিকে, বন্ধু, তোমাদের মুখে
     এ কেমনতর ভাষা!
আজি বলিতেছ, ‘বসে থাকো, বাপু,
     ছিল যাহা তাই ভালো।
যা হবার তাহা আপনি হইবে,
     কাজ কী এতই আলো!’
কলম মুছিয়া তুলিয়া রেখেছ,
     বন্ধ করেছ গান,
সহসা সবাই প্রাচীন হয়েছ
     নিতান্ত সাবধান।
আনন্দে যারা চলিতে চাহিছে
     ছিঁড়ি অসত্যপাশ,