প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
স্বপ্নরাজ্য
ছিল ও হৃদয়—
প্রবেশিয়া দেখিনু সেখানে
এই দিবা এই
নিশা
এই ক্ষুধা এই তৃষা,
প্রাণপাখি কাঁদে এই
বাসনার টানে।
আমি চাই তোমারে যেমন
সৌন্দর্যসম্পদ-মাঝে বসি
কে জানিত কাঁদিছে বাসনা।
ভিক্ষা ভিক্ষা সব ঠাঁই— তবে আর
কোথা যাই
ভিখারিনী হল যদি
কমল-আসনা।
তাই আর পারি না সঁপিতে
কখনো বা চাঁদের আলোতে
কাছে যাই তেমনি হাসিয়া