কথা

একদিন আরম্ভিল শতরঞ্জ খেলা

গোবিন্দ পাঠান - সাথে। শেষ হল বেলা

না জানিতে কেহ। হার মানি বারে বারে

মাতিছে মামুদ। সন্ধ্যা হয়, রাত্রি বাড়ে।

সঙ্গীরা যে যার ঘরে চলে গেল ফিরে।

ঝাঁ ঝাঁ করে রাতি। একমনে হেঁটশিরে

পাঠান ভাবিছে খেলা। কখন হঠাৎ

চতুরঙ্গ বল ছুঁড়ি করিল আঘাত

মামুদের শিরে গুরু ; কহে অট্টহাসি,

‘ পিতৃঘাতকের সাথে খেলা করে আসি

এমন যে কাপুরুষ, জয় হবে তার! '

তখনি বিদ্যুৎ - হেন ছুরি খরধার

খাপ হতে খুলি লয়ে গোবিন্দের বুকে

পাঠান বিঁধিয়া দিল। গুরু হাসিমুখে

কহিলেন, ‘ এতদিনে হল তোর বোধ

কী করিয়া অন্যায়ের লয় প্রতিশোধ।

শেষ শিক্ষা দিয়ে গেনু — আজি শেষবার

আশীর্বাদ করি তোরে হে পুত্র আমার।'