প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
‘ কোথা যাবি ভীরু, গহন গোপনে
পশিছে কণ্ঠ মোর।
প্রভাতে শুনিয়া ‘ আয় আয় আয় '
কাজের লোকেরা কাজ ভুলে যায়,
নিশীথে শুনিয়া ‘ আয় তোরা আয় '
ভেঙে যায় ঘুমঘোর।
‘ যত আগে চলি বেড়ে যায় লোক,
ভরে যায় ঘাট বাট।
ভুলে যায় সবে জাত - অভিমান,
অবহেলে দেয় আপনার প্রাণ,
এক হয়ে যায় মান অপমান
ব্রাহ্মণ আর জাঠ।
‘ থাক্ ভাই, থাক্, কেন এ স্বপন —
এখনো সময় নয়।
এখনো একাকী দীর্ঘ রজনী
জাগিতে হইবে পল গণি গণি
অনিমেষ চোখে পূর্ব গগনে
দেখিতে অরুণোদয়।
‘ এখনো বিহার কল্পজগতে,
অরণ্য রাজধানী —
এখনো কেবল নীরব ভাবনা,
কর্মবিহীন বিজন সাধনা,
দিবানিশি শুধু বসে বসে শোনা
আপন মর্মবাণী।