কথা

রৌদ্র উঠে ফুটে, জেগে উঠে দেশ,

মহানগরীর পথ হল শেষ,

পুরপ্রান্তে সাধু করিলা প্রবেশ

                   কাননে।

দীন নারী এক ভূতলশয়ন

না ছিল তাহার অশন ভূষণ,

সে আসি নমিল সাধুর চরণ —

                   কমলে।

অরণ্য - আড়ালে রহি কোনোমতে

একমাত্র বাস নিল গাত্র হতে,

বাহুটি বাড়ায়ে ফেলি দিল পথে

                   ভূতলে।

ভিক্ষু ঊর্ধ্বভুজে করে জয়নাদ —

কহে, ‘ ধন্য মাতঃ, করি আশীর্বাদ,

মহাভিক্ষুকের পুরাইলে সাধ

                   পলকে।’

চলিলা সন্ন্যাসী ত্যজিয়া নগর

ছিন্ন চীরখানি লয়ে শিরোপর

সঁপিতে বুদ্ধের চরণনখর -

                    আলোকে।