শিশু ভোলানাথ

তোমরা বল, স্বর্গ ভালো

                   সেথায় আলো

          রঙে রঙে আকাশ রাঙায়,

সারা বেলা

          ফুলের খেলা

                   পারুলডাঙায়!

হোক - না ভালো যত ইচ্ছে —

                    কেড়ে নিচ্ছে

          কেই বা তাকে বলো, কাকী?

যেমন আছি

          তোমার কাছেই

                   তেমনি থাকি!

ওই আমাদের গোলাবাড়ি,

                   গোরুর গাড়ি

          পড়ে আছে চাকা - ভাঙা,

গাবের ডালে

          পাতার লালে

                   আকাশ রাঙা।

সেথা বেড়ায় যক্ষীবুড়ি

                   গুড়িগুড়ি

          আসশেওড়ার ঝোপে ঝাপে

ফুলের গাছে

          দোয়েল নাচে

                    ছায়া কাঁপে।

নুকিয়ে আমি সেথা পলাই,

                   কানাই বলাই

          দু - ভাই আসে পাড়ার থেকে।

  ভাঙা গাড়ি

          দোলাই নাড়ি

                   ঝেঁকে ঝেঁকে।

সন্ধেবেলায় গল্প বলে

                   রাখ কোলে,