চিত্রা

রাজার প্রাসাদ হতে অতিদূর বাতাসে

          ভাসিছে পূরবীগীতি আকাশে।

     ধরণী সমুখপানে

     চলে গেছে কোন্‌খানে,

          পরান কেন কে জানে উদাসে।

     ভালো নাহি লাগে আর

     আসা-যাওয়া বারবার

          বহুদূর দুরাশার প্রবাসে।

           পূরবী রাগিণী বাজে আকাশে।

 

 

কাননে প্রাসাদচূড়ে নেমে আসে রজনী,

          আর বেয়ে কাজ নাই তরণী।

     যদি কোথা খুঁজে পাই

     মাথা রাখিবার ঠাঁই

          বেচাকেনা ফেলে যাই এখনি —

     যেখানে পথের বাঁকে

     গেল চলি নত আঁখে

          ভরা ঘট লয়ে কাঁখে তরুণী।

          এই ঘাটে বাঁধো মোর তরণী।