প্রভাতসংগীত
পৃথিবীর চন্দ্রমার গ্রহ-তপনের,
    কোটি কোটি তারার সংগীত,
তোর কাছে জগতের কোন্‌ মাঝখানে
     না জানি রে হতেছে মিলিত।
সেইখানে একবার বসাইবি মোরে
      সেই মহা-আঁধার নিশায়,
শুনিব রে আঁখি মুদি বিশ্বের সংগীত
      তোর মুখে কেমন শুনায়।

জোছনায় ফুলবনে একাকী বসিয়া থাকি,
       আঁখি দিয়া অশ্রুবারি ঝরে--
বল্‌ মোরে বল্‌ অয়ি মোহিনী ছলনা,
       সে কি তোরি তরে?
বিরামের গান গেয়ে সায়াহ্নের বায়
        কোথা বহে যায়--
তারি সাথে কেন মোর প্রাণ হু হু করে,
        সে কি তোরি তরে?
বাতাসে সৌরভ ভাসে, আঁধারে কত-না তারা,
        আকাশে অসীম নীরবতা--
তখন প্রাণের মাঝে কত কথা ভেসে যায়,
       সে কি তোরি কথা?
ফুলের সৌরভগুলি আকাশে খেলাতে এসে
       বাতাসেতে হয় পথহারা,
       চারিদিকে ঘুরে হয় সারা,
       মার কোলে ফিরে যেতে চায়,
       ফুলে ফুলে খুঁজিয়া বেড়ায়,
তেমনি প্রাণের মাঝে অশরীরী আশাগুলি
       ভ্রমে কেন হেথায় হোথায়--
       সে কি তোরে চায়?
আঁখি যেন কার তরেপথ-পানে চেয়ে আছে
       দিন গনি গনি,
মাঝে মাঝে কারো মুখে সহসা দেখে সে যেন