পলাতকা

আমি তারে শুধাই ধীরে, “ কোথায় তুমি এই নিভৃতের মাঝে

                রয়েছ কোন্‌ কাজে। ”

    সে হেসে কয়, “ ফুরিয়ে গেলে সভার পালা,

          ফুরিয়ে গেলে জয়ের মালা,

     তখন রানীর আসন পড়ে বকুল - বীথিকাতে,

          আমি একা বীণা বাজাই রাতে। ”

       শুধাই তারে, “ কী পেলে তাঁর কাছে। ”

সে কয় শুনে, “ এই যে আমার বুকের মাঝে আলো করে আছে।

        কেউ দেখে নি রানীর কোলে পদ্মপাতার ডালা,

    তারি মধ্যে গোপন ছিল, জয়মালা নয় , এ যে বরণমালা। ”