লেখন

আঁধার একেরে দেখে একাকার ক ' রে।

আলোক একেরে দেখে নানা দিক ধ ' রে॥                        ১৭৪

 

ফুল দেখিবার যোগ্য চক্ষু যার রহে

সেই যেন কাঁটা দেখে, অন্যে নহে নহে॥                         ১৭৫

 

ধুলায় মারিলে লাথি ঢোকে চোখে মুখে।

জল ঢালো, বালাই নিমেষে যাবে চুকে॥                         ১৭৬

 

ভালো করিবারে যার বিষম ব্যস্ততা

ভালো হইবারে তার অবসর কোথা॥                            ১৭৭

    

ভালো যে করিতে পারে ফেরে দ্বারে এসে,

ভালো যে বাসিতে পারে সর্বত্র প্রবেশে॥                         ১৭৮

 

আগে খোঁড়া করে দিয়ে পরে লও পিঠে,

তারে যদি দয়া বলো শোনায় না মিঠে॥                         ১৭৯

 

হয় কাজ আছে তব নয় কাজ নাই,

কিন্তু ‘ কাজ করা যাক ' বলিয়ো না ভাই॥                     ১৮০

 

কাজ সে তো মানুষের, এই কথা ঠিক।

কাজের মানুষ কিন্তু, ধিক্‌ তারে ধিক্‌॥                       ১৮১

 

অবকাশ কর্ম্মে খেলে আপনারি সঙ্গে,

সিন্ধুর স্তব্ধতা খেলে সিন্ধুর তরঙ্গে॥

 

প্রাণেরে মৃত্যুর ছাপ মূল্য করে দান,

প্রাণ দিয়া লভি তাই যাহা মূল্যবান॥

 

রস যেথা নাই সেথা যত কিছু খোঁচা,

মরুভূমে জন্মে শুধু কাঁটাগাছ বোঁচা॥