কাহিনী
দুটি পাকা ফল লভিল ভূতল    আমার কোলের কাছে।
ভাবিলাম মনে বুঝি এতখনে    আমারে চিনিল মাতা,
স্নেহের সে দানে বহু সম্মানে    বারেক ঠেকানু মাথা।
 
হেনকালে হায় যমদূত - প্রায়   কোথা হতে এল মালী,
ঝুঁটি - বাঁধা উড়ে সপ্তম সুরে    পাড়িতে লাগিল গালি।
কহিলাম তবে, ‘ আমি তো নীরবে    দিয়েছি আমার সব —
  দুটি ফল তার করি অধিকার,    এত তারি কলরব! '
চিনিল না মোরে, নিয়ে গেল ধরে   কাঁধে তুলি লাঠিগাছ —
বাবু ছিপ হাতে পারিষদ - সাথে    ধরিতেছিলেন মাছ।
শুনি বিবরণ ক্রোধে তিনি কন,    ‘ মারিয়া করিব খুন! '
বাবু যত বলে পারিষদ - দলে    বলে তার শতগুণ।
আমি কহিলাম, ‘ শুধু দুটি আম   ভিখ মাগি মহাশয়! '
বাবু কহে হেসে, ‘ বেটা সাধুবেশে    পাকা চোর অতিশয়। '
আমি শুনে হাসি আঁখিজলে ভাসি,    এই ছিল মোর ঘটে —
তুমি মহারাজ সাধু হলে আজ,    আমি আজ চোর বটে !