ক্ষণিকা

      আকাশ - গায় ।

          আজ ভোর থেকে নাই গো বাদল,

                     আয় গো আয়।

 

তপন - আতপে আতপ্ত হয়ে

            উঠেছে বেলা ;

খঞ্জন দুটি আলস্যভরে

            ছেড়েছে   খেলা।

কলস পাকড়ি আঁকড়িয়া বুকে

ভরা জলে তোরা ভেসে যাবি সুখে,

তিমিরনিবিড় ঘনঘোর ঘুমে

     স্বপনপ্রায়।

        আজ ভোর থেকে নাই গো বাদল,

                আয় গো আয়।

 

মেঘ ছুটে গেল নাই গো বাদল,

            আয় গো আয়।

আজিকে সকালে শিথিল কোমল

            বহিছে বায়।

পতঙ্গ যেন ছবিসম আঁকা

শৈবাল -' পরে মেলে আছে পাখা,

জলের কিনারে বসে আছে বক

     গাছের ছায়।

             আজ ভোর হতে নাই গো বাদল,

                      আয় গো আয়।