ক্ষণিকা

                         থাকবে না ভাই কিছু।

                   সেই আনন্দে যাও রে ধেয়ে

                         কালের পিছু পিছু।

 

ফুল তুলি তাই তাড়াতাড়ি

            পাছে ঝ'রেই পড়ে।

সুখ নিয়ে তাই কাড়াকাড়ি,

            পাছে যায় সে স'রে।

রক্ত নাচে দ্রুতচ্ছন্দে,

            চক্ষে তড়িৎ ভায়,

চুম্বনেরে কেড়ে নিতে

            অধর ধেয়ে যায়।

সমস্ত প্রাণ জাগে রে তাই,

            বক্ষ - দোলায় দোলে —

বাসনাতে ঢেউ উঠে যায়

            মত্ত আকুল রোলে।

                 থাকব না ভাই, থাকব না কেউ —

                        থাকবে না ভাই কিছু।

                 সেই আনন্দে চল্‌ রে ছুটে

                         কালের পিছু পিছু।

 

কোনো জিনিস চিনব যে রে,

            প্রথম থেকে শেষ,

নেব যে সব বুঝে প'ড়ে—

            নাই সে সময় লেশ।

জগৎটা যে জীর্ণ মায়া

            সেটা জানার আগে

সকল স্বপ্ন কুড়িয়ে নিয়ে

            জীবন - রাত্রি ভাগে।

ছুটি আছে শুধু দু দিন

            ভালোবাসবার মতো—

কাজের জন্য জীবন হলে