বনবাণী
ফিরিছ একা,
পথের ধারে পাও
কিসের দেখা।
সহজে সুখী তুমি
জানে তা কেবা —
ফুলের গাছে তব
স্নেহের সেবা।
এ কথা কারও মনে
রবে কি কালি,
মাটির 'পরে গেলে
হৃদয় ঢালি।
দিনের পরে দিন
যে দান আনে
তোমার মন তারে
দেখিতে জানে।
নম্র তুমি, তাই
সরলচিতে
সবার কাছে কিছু
পেরেছ নিতে,
উচ্চ-পানে সদা
মেলিয়া আঁখি
নিজেরে পলে পলে
দাও নি ফাঁকি।
চাও নি জিনে নিতে
হৃদয় কারও,
নিজের মন তাই
দিতে যে পার।
তোমার ঘরে আসে
পথিকজন,
চাহে না জ্ঞান তারা,