প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
হতবিধির যত বিবাদ
আমার সনে।
আজ আষাঢ়ে একলা ঘরে
কাটল বেলা,
ভাবতেছিলেম এত দিনের
নানান খেলা।
ভাগ্য -' পরে করিয়া রোষ
দিতেছিলেম বিধিরে দোষ—
পড়ল মনে, নালার জলে
পাতার ভেলা।
ভাবতেছিলেম এত দিনের
নানান খেলা।