প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
অসীম আকাশে স্বাধীন পরানে
প্রাণের
আবেগে ছোটে,
এ শোভা দেখিলে জড়ের শরীরে
পরান
নাচিয়া ওঠে।
তুই শুধু ওরে ভিতরে বসিয়া
গুমরি
মরিতে চাস!
তুই শুধু ওরে করিস রোদন,
ফেলিস
দুখের শ্বাস!
ভূমিতে পড়িয়া আঁধারে বসিয়া
আপনা লইয়া
রত
আপনারে সদা কোলেতে তুলিয়া
সোহাগ করিস
কত!
আর কতদিন কাটিবে এমন,
সময় যে চলে
যায়।
ওই শোন্ ওই ডাকিছে সবাই,
বাহির হইয়া
আয়!