ক্ষণিকা

এ ভরা বাদলে আর্দ্র আঁচলে

          একেলা এসেছ আজি।

 

আজি তরুতলে দাঁড়ায়েছে জল,

            কোথা বসিবার ঠাঁই?

কাল যাহা ছিল সে ছায়া সে আলো

            সে গন্ধগান নাই।

তবু ক্ষণকাল রহ ত্বরাহীন,

ছিন্ন কুসুম পঙ্কে মলিন

ভূতল হইতে যতনে তুলিয়া

             ধুয়ে ধুয়ে দিব তাই।

আজি তরুতলে দাঁড়ায়েছে জল,

            কোথা বসিবার ঠাঁই?

 

এত দিন পরে তুমি যে এসেছ

            কী জানি কী ভাবি মনে।

প্রভাত আজিকে অরুণবিহীন,

            কুসুম লুটায় বনে।

যাহা আছে লও প্রসন্ন করে,

ও সাজি তোমার ভরে কি না ভরে

ওই যে আবার নামে বারিধার

                 ঝরঝর বরষনে।

এতদিন পরে তুমি যে এসেছ

            কী জানি কী ভাবি মনে।