ক্ষণিকা

       কোথা তোমার স্থান?

কোন্‌ গোলাতে রাখতে যাবে

       একটি আঁটি ধান?

বলতে যদি না চাও তবে

শুনে আমার কী ফল হবে,

ভাবব ব'সে খেয়া যখন

       করব অবসান—

               কোন্‌ পাড়াতে যাবে তুমি,

                    কোথা তোমার স্থান?