ক্ষণিকা
                   মধুমাসে মোদের মিলন
                           নিতান্তই এ সোজাসুজি।
 
ভাষার মধ্যে তলিয়ে গিয়ে
            খুঁজি নে ভাই ভাষাতীত,
আকাশ - পানে বাহু তুলে
            চাহি নে ভাই আশাতীত।
যেটুকু দিই যেটুকু পাই
তাহার বেশি আর কিছু নাই—
সুখের বক্ষ চেপে ধরে
            করি নে কেউ যোঝাযুঝি।
                         মধুমাসে মোদের মিলন
                              নিতান্তই এ সোজাসুজি।
 
শুনেছিনু প্রেমের পাথার
            নাইকো তাহার কোনো দিশা,
শুনেছিনু প্রেমের মধ্যে
            অসীম ক্ষুধা অসীম তৃষা—
বীণার তন্ত্রী কঠিন টানে                        
ছিঁড়ে পড়ে প্রেমের তানে,
শুনেছিনু প্রেমের কুঞ্জ
            অনেক বাঁকা গলিঘুঁজি।
                        আমাদের এই দোঁহার মিলন
                                    নিতান্তই এ সোজাসুজি।