সন্ধ্যাসংগীত

          মনে করি মনে আনি                তার সেই মুখখানি,

                   ভালো করে মনে পড়িছে না।

          হৃদয়ে যে ছবি ছিল                 ধুলায় মলিন হল,

                   আর তাহা নাহি যায় চেনা।

                   ভুলে গেছি কী খেলা খেলিত,

                   ভুলে গেছি কী কথা বলিত।

           যে গান গাহিত সদা                 সুর তার মনে আছে,

                   কথা তার নাহি পড়ে মনে।

 

যে আশা হৃদয়ে লয়ে               উড়িত সে মেঘ চেয়ে

                   আর তাহা পড়ে না স্মরণে।

                    শুধু যবে হৃদি-মাঝে চাই

                   মনে পড়ে -- কী ছিল, কী নাই।