সন্ধ্যাসংগীত

        কাঁদিয়া সে বলে, “ হায় হায়,

        এ তো নহে আমার দেবতা,

        তবে কেন রয়েছে হেথায়?”

 

 

        তুমি নও, সে জন তো নও,

        তবে তুমি কোথা হতে এলে?

        এলে যদি এসো তবে কাছে,

        এ হৃদয়ে যত অশ্রু আছে

        একবার সব দিই ঢেলে,

        তোমার সে কঠিন পরান

        যদি তাহে একতিল গলে,

        কোমল হইয়া আসে মন

        সিক্ত হয়ে অশ্রুজলে - জলে।

        কাঁদিবারে শিখাই তোমায় --

        পরদুঃখে ফেলিতে নিশ্বাস,

        করুণার সৌন্দর্য অতুল

        ও নয়নে করে যেন বাস।

        প্রতিদিন দেখিয়াছি আমি

        করুণারে করেছ পীড়ন,

        প্রতিদিন ওই মুখ হতে

        ভেঙে গেছে রূপের মোহন।

        কুবলয় - আঁখির মাঝারে

       সৌন্দর্য পাই না দেখিবারে,

        হাসি তব আলোকের প্রায়

        কোমলতা নাহি যেন তায়,

        তাই মন প্রতিদিন কহে,

        “ নহে নহে, এ জন সে নহে। ”

 

 

  শোনো বন্ধু, শোনো, আমি করুণারে ভালোবাসি।

  সে যদি না থাকে তবে ধূলিময় রূপরাশি।