সন্ধ্যাসংগীত
          তাহারি কিরণে ফুটিতেছে
          হৃদয়ের আশা ও ভরসা
          তাহারি হাসি ও অশ্রুজল
          এ প্রাণের বসন্ত বরষা।
 
‍‍        ভালোবাসি, আর গান গাই--
       কবি হয়ে জন্মেছি ধরায়--
        রাত্রি এত ভালো নাহি বাসে,
        উষা এত গান নাহি গায়।
 
 
          ভালোবাসা স্বাধীন মহান,
        ভালোবাসা পর্বত-সমান।
        ভিক্ষাবৃত্তি করে না তপন
        পৃথিবীরে চাহে সে যখন --
        সে চাহে উজ্জ্বল করিবারে,
        সে চাহে উর্বর করিবারে,
        জীবন করিতে প্রবাহিত,
                কুসুম করিতে বিকশিত।
        চাহে সে বাসিতে শুধু ভালো
        চাহে সে করিতে শুধু আলো
        স্বপ্নেও কি ভাবে কভু ধরা,  
        তপনেরে অনুগ্রহ করা?
        যবে আমি যাই তার কাছে
        সে কি মনে ভাবে গো তখন
          অনুগ্রহ ভিক্ষা মাগিবারে
          এসেছে ভিক্ষুক একজন?
          অনুগ্রহ পাষাণমমতা
         করুণার কঙ্কাল কেবল,
         ভাবহীন বজ্রে গড়া হাসি --
          স্ফটিককঠিন অশ্রু - জল।